ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাষিরহাট ইউনিয়নে ধান ক্ষেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হেলাল উদ্দিন (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে পোরকরা গ্রামের নতুনপাড়ার একটি ধান ক্ষেত থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।  

হেলাল উদ্দিন সাতক্ষীরা জেলার মধ্যকাটিয়ার এলাকার নূর মোহাম্মদের ছেলে। পেশায় নির্মাণ শ্রমিক হেলাল পরিবারের সদস্যদের নিয়ে সোনাইমুড়ীতে বসবাস করতেন।

স্থানীয়রা জানায়, নতুনপাড়া এলাকার মানিক মিয়ার বাড়ির পার্শ্ববর্তী একটি বিদ্যুতের খুঁটি থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে ধান ক্ষেতে ইঁদুর মারার ফাঁদ তৈরি করে মানিক মিয়া ও লাল মিয়া নামের স্থানীয় দুইজন।  

সোমবার রাতের কোনো একসময় ধান ক্ষেতে মাছ শিকার করতে যান হেলাল। পরে ইঁদুর মারার বৈদ্যুতিক তারের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। মঙ্গলবার সকালে লোকজন ধান ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় হেলালের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে দুইজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।