ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে আইস, ইয়াবা ও অস্ত্রসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
টেকনাফে আইস, ইয়াবা ও অস্ত্রসহ আটক ১

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকা থেকে ২টি দেশীয় রাইফেল, ১৫ রাউন্ড গুলি, ৮০০ গ্রাম আইস ও ১১ হাজার ইয়াবাসহ মো. আলমগীর (২২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

আটক আলমগীর হ্নীলার ৬ নম্বর ওয়ার্ডের লেচুয়াপ্রাং এলাকার জামাল হোসেনের ছেলে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে এ তথ্য জানান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।  

তিনি আরও জানান, মাদক ও অস্ত্র মজুদের গোপন খবর পেয়ে র‌্যাব ও মাদকদ্রব্য অধিদপ্তরের একটি দল লেচুয়াপ্রাং গ্রামের এলাকার জামাল হোসেনের ঘরে অভিযান চালানো হয়। এ সময় তার বসতঘর থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

তিনি জানান, অভিযানকালে আলমগীর ধরা পড়লেও এর সঙ্গে জড়িত দুইজন পালিয়ে গেছেন। এ ঘটনায় টেকনাফ থানায় মামলা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
এসবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।