ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সালথায় অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
সালথায় অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ...

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলায় অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। বুধবার (২৪ নভেম্বর) ভোর রাতে উপজেলার বালিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয়রা জানায়, বুধবার ভোর রাতে হঠাৎ বালিয়া বাজারে হঠাৎ দেখা যায় আগুনের লেলিহান শিখা। পড়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় একটি মুদির দোকানসহ চারটি দোকান পুড়ে গেছে।

সালথা ফায়ার সার্ভিসের এক স্টেশন কর্মকর্তা বাংলানিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক আগুন লাগার সূত্রপাত জানা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।