ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে শিক্ষার্থীকে ছুরিকাঘাত

ঢাকা: রাজধানীর মিরপুরে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে ছুরিকাঘাতে তামিম হক আদিব (১৯) নামের এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলের দিকে মিরপুর মনিপুর গার্লস স্কুলের পেছনে এ ঘটনা ঘটে।

আহতাবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আদিব মিরপুর কমার্স কলেজের দ্বিতীয় বর্ষে পড়াশুনা করেন।

আহত আদিবের বন্ধু আযান রেহমান নিরব জানান, তাদের সবার বাসা মিরপুর-২ নম্বর সেকশনের মনিপুর এলাকায়। দুই সপ্তাহ আগে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে একই এলাকার ইয়াছিন, নিবেলসহ বেশ কয়েকজন আদিবের বন্ধু রাজনকে মারধর করে। এ নিয়ে এলাকার ‘বড় ভাইরা’ মীমাংসা বসায়। এর জের ধরে মঙ্গলবার বিকেলে আদিবের পিঠের ডান পাশে ছুরিকাঘাত করা হয়।

খবর পেয়ে তাকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সন্ধ্যার দিকে পাঠানো হয় ঢামেক হাসপাতালে। আহতের বাবা আজিজুল হক বাংলানিউজকে বলেন, আদিবের বন্ধুদের মাধ্যমে খবর পাই সে ছুরিকাঘাতে আহত হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত কলেজ শিক্ষার্থীকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।