ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

স্পেনের ভিসা সহজ করার অনুরোধ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
স্পেনের ভিসা সহজ করার অনুরোধ

ঢাকা: বাংলাদেশিদের জন্য স্পেনের ভিসা পদ্ধতি সহজ করার অনুরোধ করেছেন সেদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও প্রবাসীদের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক জুয়ান দুয়ার্তে কুয়াদ্রাদোর সঙ্গে বৈঠকে তিনি এই অনুরোধ করেন।

বুধবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি কয়েকহাজার আফগান শরণার্থীকে নিরাপদে সরিয়ে আনার স্বীকৃতি হিসেবে জুয়ান দুয়ার্তে কুয়াদ্রাদোকে ‘গ্রান্ড ক্রস অব অর্ডার অব সিভিল মেরিট’ দেয় স্পেন সরকার। মহাপরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ এই অর্জনের জন্য তাকে অভিনন্দন জানান। একইসঙ্গে সম্প্রতি ছয় বাংলাদেশি নাগরিকের প্রত্যাবাসনে সহায়তা করায় ধন্যবাদ দেন।

রাষ্ট্রদূত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে অর্জিত বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের বিষয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ জনবহুল দেশ হলেও ইতোমধ্যে ২৫ শতাংশ জনগণ করোনার সবগুলো টিকা পেয়েছে।

বৈঠকে রাষ্ট্রদূত স্পেন প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা সংক্রান্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। বিশেষ করে সম্প্রতি বাংলাদেশি বংশোদ্ভূত রেসিডেন্স কার্ডধারীরা তাদের স্পাউসদের স্পেনে আনতে প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। এ বিষয়ে মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন রাষ্ট্রদূত। তিনি বাংলাদেশিদের জন্য স্পেনের ভিসা পাওয়ার পদ্ধতি সহজ করার অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
টিআর/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।