ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দেশের মাঠে পাকিস্তানের পতাকা, নেওয়া হবে আইনি ব্যবস্থা  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
দেশের মাঠে পাকিস্তানের পতাকা, নেওয়া হবে আইনি ব্যবস্থা   ছবি: শাকিল আহমেদ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে যারা পাকিস্তানের পতাকা উড়িয়েছে, এর মাধ্যমে তারা কোন কোন আইনের ধারা লঙ্ঘণ করেছে তা দেশের আইনবিদদের ব্যাখ্যা বিশ্লেষণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এই আহ্বান জানান।


এ সময় মোজাম্মেল হক বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে খেলা হয়। ক্রিকেট, ফুটবল। সেগুলো আমরা টেলিভিশনের মাধ্যমে দেখে থাকি। যেদিন যে দেশের খেলা হয়, সেটা ভালো হোক বা মন্দ হোক, সেই দেশের নাগরিকরা সেই দেশের সমর্থন করে। জয় পরাজয় যা-ই ঘটুক। যদি ভিন্ন দুটি দেশের খেলা হয়, তখন নাগরিকের সুযোগ সুবিধা থাকে যেকোনো একটি দল পছন্দ করে সাপোর্ট করার। তেমনি বাংলাদেশের সঙ্গে যখন অন্য কোনো দলের খেলা হয় দেশের কোনো নাগরিক, দেশপ্রেমিক নাগরিক বাংলাদেশকে বাদ দিয়ে অন্য কোনো দেশের সমর্থন করতে পারে না। অথবা অন্য কোনো দেশের যদি খেলা হয় তবে সে দেশের নাগরিকরা বাংলাদেশের পরিবর্তে সে দেশকে সাপোর্ট করবে। যদিও এটি কোনো আইনে লেখা নেই, তবুও নীতি-নৈতিকতার ব্যাপার। আর এর বিপরীতধর্মী কাজগুলো যারা করে সেটি নীতি-নৈতিকতা বহির্ভূত। কাজেই এটা খুবই দুঃখজনক।

তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে আমাদের বিরোধ রয়েছে বলেই নয়, অন্য কোনো দেশের সঙ্গেও যদি আমাদের খেলা পড়ে, সেটা ভারত হোক, অস্ট্রেলিয়া হোক, ওয়েস্টইন্ডিজ হোক, তখন আমাদের কী উচিত? আমরা তো বাংলাদেশকে সাপোর্ট করবো, তাই না? আমরা তো ওই দলকে সাপোর্ট করতে পারি না। অন্য সময় যদি অন্য দুটি দলের খেলা থাকে তখন আমাদের অপশন থাকে যে কোনো দলকে সাপোর্ট করার। কিন্তু বাংলাদেশে যখন এরকম ঘটনা ঘটে তখন আসলে কষ্ট লাগে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে জীবনকে বাজি রেখে আমরা এ দেশকে স্বাধীন করেছি। এখন সেই দেশে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা যদি আমাদের দেশ বাদ দিয়ে অন্য দেশের জয়গান গায়, যেখানে নিজের দেশের প্রতিযোগিতা, সেটা শুধু দুঃখজনকই নয়, শুধু ঘৃণা জানাবো সেটাই নয়, আমার মনে হয় এগুলো তদন্ত করে এর আইনানুগ কিছু বিচার হওয়া উচিত।  


বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১ 
এইচএমএস/এসআইএস
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।