ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মাছের খামারে ভাসছিল অটোচালকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
মাছের খামারে ভাসছিল অটোচালকের মরদেহ সেন্টু মিয়া

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বারে সেন্টু মিয়া (৪৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ নভেম্বর) সকালে একটি মাছের খামার থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

সেন্টু মিয়া দেবিদ্বারের রসুলপুর ইউপির খইয়ার গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সেন্টু মিয়া তিনদিন আগে অটোরিকশাসহ নিখোঁজ হন। পরে বুধবার সকালে উপজেলার ফতেহাবাদ গ্রামের একটি মাছের খামারে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের ধারণা অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে।

দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। তদন্ত চলছে। পরে বিস্তারিত বলা যাবে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।