ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

খাট বানানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
খাট বানানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫ ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: একটি খাট বানানোকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২৫ জন।

বুধবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার দিগনগর ইউনিয়নের রতনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় ছয় জনকে আটক করেছে পুলিশ।

শৈলকুপা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রতনপুর গ্রামের মতিয়ার রহমান ও সাইদুর রহমানের দু’টি সামাজিক দল রয়েছে। বেশ কয়েকদিন আগে সাইদুরের সমর্থক হযরত আলী একটি খাট বানাতে দেন মতিয়ারের সমর্থক রোনা মিস্ত্রির কাছে। খাট তৈরি ও টাকা পরিশোধ নিয়ে বুধবার সকালে হযরত ও রোনা মিস্ট্রির মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতা-হাতি হয়। এরই জের ধরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর ও শৈলকুপা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আটক করা হয়েছে ছয় জনকে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।