ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভবনে বোমা সাদৃশ্য বস্তু রেখে চাঁদা দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
ভবনে বোমা সাদৃশ্য বস্তু রেখে চাঁদা দাবি বোমা সাদৃশ্য বস্তুটি

টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুরে নির্মাণাধীন একটি ভবনে বোমা সাদৃশ্য বস্তু রেখে মালিকের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা।  

বুধবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার নন্দনপুর বাজার এলাকায় মো. আব্দুর রাজ্জাকের বাড়িতে এ ঘটনা ঘটে।

রাজ্জাকের চাচাতো ভাই মাসুদ মিয়া বাংলানিউজকে জানান, চাচাতো ভাই-বোন মিলে বাড়ি নির্মাণ করছেন। চাচাতো ভাই আশুলিয়াতে চাকরি করেন। বোন প্রাইমারি স্কুলের শিক্ষক। চাচী পাশেই একটি টিনশেড বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকেন। বুধবার সকালে চাচী ফজরের নামাজ শেষে দরজা খুলতেই একটি চিঠি পড়ে আছে। দুর্বৃত্তদের এই চিঠিতে ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তবে কারও ঠিকানা দেওয়া ছিল না। আর চাঁদার ১ লাখ টাকা রাত ১০টার আগে বাড়ির পার্শ্ববর্তী ব্রিজের পাশে চালতা গাছের নিচে হলুদ চিপসের প্যাকেটের নিচে রাখতে হবে। তা না হলে বোমা বিস্ফোরণ হবে। টাকা পাওয়ার পর রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে বোমাটি বন্ধ করা হবে। টাকা পরিশোধের পর বোমটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পরামর্শের কথাও উল্লেখ করে দুর্বৃত্তরা।  

এ ঘটনায় আতঙ্কে রয়েছে নির্মাণাধীন ভবনের মালিকরা। বিষয়টি পুলিশ অবগত করা হয়েছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন ভূঁইয়া বাংলানিউজকে জানান, নির্মাণাধীন তিন তলা ভবনটির নিচ তলায় বোমা সাদৃশ্য একটি বস্তু দেখা যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তপক্ষকে অবগত করা হয়েছে। ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট এলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে, বোমাটি আসল না অন্যকিছু।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।