ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে ইয়াবাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
হোসেনপুরে ইয়াবাসহ আটক ১

কিশোরগঞ্জ: ৩৮০ পিস ইয়াবাসহ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মো. রতন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বুধবার (২৪ নভেম্বর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় কিশোরগঞ্জ র‌্যাব-১৪ ক্যাম্প।

আটক রতন ওই উপজেলার কাইছমা এলাকার মৃত বাবু বেপারী ছেলে।  

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরের দিকে হোসেনপুরের কাইছমা এলাকা থেকে ৩৮০ পিস ইয়াবাসহ রতনকে আটক করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হোসেনপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।