ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চট্টগ্রাম জিপিওর প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
চট্টগ্রাম জিপিওর প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা ...

ঢাকা: জাল জালিয়াতির মাধ্যমে চট্টগ্রাম জিপিওর ৩ কোটি ৭৮ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা আত্মসাতের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

বুধবার (২৪ নভেম্বর) দুদক সূত্রে এতথ্য জানা গেছে।

মামলার আসামিরা হলেন- চট্টগ্রামের মো. রফিকুল ইসলাম, শামীম, ওয়াহিদুল আলম, মশহুদা বেগম, আহমেদ নুর ও তসলিমা বেগম নার্গিস।  

আসামিরা প্রতারণার আশ্রয় নিয়ে চট্টগ্রাম জিপিও এর অজ্ঞাত কর্মকর্তা/কর্মচারীদের সঙ্গে পরস্পর যোগসাজশে প্রতারণামূলকভাবে জাল-জালিয়াতির মাধ্যমে কোতোয়ালি থানাধীন চট্টগ্রাম জিপিওর সঞ্চয় বিল্ডিং এর ২য় তলাস্থ সঞ্চয় শাখা থেকে বিভিন্ন হিসাবে ভূয়া টাকা জমা দেখায়। পরে সরকারি সর্বমোট ৩ কোটি ৭৮ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করার দায়ে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭(ক)/১০৯ দুদক, সজেকা, চট্টগ্রাম-১ এর উপসহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ বুধবার একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এসএমএকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।