ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বরুড়ায় ককটেল বিস্ফোরণে দুই শিক্ষার্থী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
বরুড়ায় ককটেল বিস্ফোরণে দুই শিক্ষার্থী আহত আহত শিক্ষার্থীরা

কুমিল্লা: কুমিল্লার বরুড়ায় আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ঝলম বাজারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।  

জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে ঝলম পূর্ব বাজারে অবস্থিত আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী খায়রুল আনাম এয়াকুবের নির্বাচনী ক্যাম্পের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এসময় স্কুল থেকে ফেরার পথে নবম শ্রেণির দুই শিক্ষার্থী হজারপাড় গ্রামের মো. শাহজালালের মেয়ে সুমাইয়া জালাল তিশা এবং বিলপুকুরীয়া গ্রামের ফুল মিয়ার ছেলে ইসমাইল হোসেন রিকেন গুরুতর আহত হয়।  

স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতা পাঠায়।

নৌকার মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী খায়রুল আনাম এয়াকুব বলেন, বার বার নৌকার নির্বাচনী ক্যাম্পে কেন এই হামলা হচ্ছে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুল ইসলাম বলেন, আমিসহ আমার কোনো কর্মী ঝলম বাজারে প্রবেশ করতে পারছি না। আর এই বোমা হামলার বিষয়ে আমি কিছুই জানি না।

খবর পেয়ে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনিসুল ইসলাম, এসপি (সার্কেল) প্রশান্ত পাল, বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইউএনও মো. আনিসুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য যা যা করার আমরা সবই করবো। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।