ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে সন্ত্রাসী হামলায় ৩ যুবলীগ কর্মী আহত

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
কেরানীগঞ্জে সন্ত্রাসী হামলায় ৩ যুবলীগ কর্মী আহত ...

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সন্ত্রাসী হামলা দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের তিন কর্মী আহত হয়েছে। এরা হলেন- থানা যুবলীগ সদস্য রাজন প্রধান, দবির হোসেন ও জহির।


 
বুধবার (২৪ নভেম্বর)  রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া হিজলতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের প্রচার সম্পাদক শাহীন আলম বলেন, চুনকুটিয়া এলাকার ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে ব্যবসায়িক লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয় রাজন প্রধানের। একপর্যায়ে ইসলামের লোকজন এসে তাদের ওপর হামলা করে। এতে রাজনকে বাঁচাতে গেলে দবির ও জহির আহত হয়।  

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আইয়ুব জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।