ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

এখনও দুর্নীতি দূর হয়নি: জি এম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এখনও দুর্নীতি দূর হয়নি: জি এম কাদের

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলেন। কিন্তু এখনও বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলের উপনেতা জিএম কাদের।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিশেষ আলোচনায় সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আগের দিন বুধবার এই আলোচনাটির প্রস্তাব উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জিএম কাদের বলেন, রাষ্ট্রপতি তার ভাষণে রাজনৈতিক দলগুলোকে পরমসহিষ্ণুতা ও পারস্পারিক সহযোগিতা গড়ে তোলার কথা বলেছেন। তাই আমি বলতে চাই, আমাদের প্রতিহিংসার রাজনীতি সমূলে বিনষ্ট করতে হবে। বঙ্গবন্ধু দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলেন। দুর্নীতি দূর হয়নি। আজ অনেকে বঙ্গবন্ধুর কথা বলেন। কিন্তু তাকে কি অনুসরণ করেন? আমরা কি এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পেরেছি?

তিনি আরও বলেন, আমরা আমাদের অবস্থান থেকে ত্রুটি-বিচ্যুতিগুলো তুলে ধরে সেগুলো থেকে উত্তরণে সরকারকে সহযোগিতা করতে চাই। স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে। আমাদের যারা নির্বাচন করছেন, তারা বারবার বলছেন, আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। তার মানে এটা কাজ করছে না। সংবিধানের ৭০ অনুচ্ছেদ থাকলে সংসদীয় গণতন্ত্র সফল হবে না। সংবিধানের ১০৯ ও ১১৬ ধারা সাংঘর্ষিক। ১২২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। অনেকগুলো বিষয় আছে, যা সংশোধন করা প্রয়োজন।

আরও পড়ুন: বাংলাদেশের উন্নয়ন দেখে হা-হুতাশ করে পাকিস্তান

বাংলাদেশ সময় ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এসকে/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।