ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পার্বত্য এলাকায় শিক্ষার হার বাড়ছে: বীর বাহাদুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
পার্বত্য এলাকায় শিক্ষার হার বাড়ছে: বীর বাহাদুর

বান্দরবান: পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পার্বত্য এলাকায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে। এতে বোঝা যায় এই এলাকায় শিক্ষার হার বাড়ছে।


 
শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে বান্দরবানে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে কারিগরি শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ৭তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।  

পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর উশৈসিং এমন মন্তব্য করেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় ১০ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে এ ভবন নির্মাণের কাজ শুরু হয়।

মন্ত্রী বলেন, শিক্ষাক্ষেত্রে আগের চেয়ে অনেকটাই এগিয়ে গেছে পার্বত্যাঞ্চল। বর্তমান সরকারের আমলে দেশের অন্যান্যস্থানের মত পার্বত্য জেলার দুর্গম উপজেলাগুলোতেও স্কুল-কলেজসহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠছে। আর এতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠছে পাহাড়ের ছাত্র-ছাত্রীরা।

তিনি আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার পার্বত্য এলাকার মানুষের প্রতি আন্তরিক। এ সরকারের আমলে পার্বত্য এলাকায় দৃশ্যমান টেকসই উন্নয়ন সাধিত হচ্ছে। মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের জন্য সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।
 
অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কুদ্দুছ ফরাজি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা, বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী নুরুল হাকিমসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।