ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় পারটেক্সের গুদামে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
নওগাঁয় পারটেক্সের গুদামে আগুন

নওগাঁ: নওগাঁ শহরের কাঁঠালতলী এলাকায় ফার্নিচার তৈরির একটি কারখানা ও গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

 

কারখানার মালিক সম্রাট জানান, দুপুরে বন্ধ কারখানা ও গুদামে হঠাৎই ধোঁয়া বের হতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকান গুলোতেও।

কারখানাটিতে কাঠ ও কাঠ জাতীয় বিভিন্ন আসবাবপত্র ও ক্যামিকেল ছিল। এছাড়া কাঠের তৈরি ফার্নিচার ও সরঞ্জামাদি মজুদ ছিল।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের মোট চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।