ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ভাসানচরের পথে আরও ৫৫২ রোহিঙ্গা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
ভাসানচরের পথে আরও ৫৫২ রোহিঙ্গা

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবির থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে রওয়ানা হয়েছে আরও ৫৫২ জন রোহিঙ্গা।  

শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুর ও বিকেলে দুই দফায় মোট ১৩টি বাসে করে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে এসব রোহিঙ্গারা রওয়ানা দেন।

আগামী শনিবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রামের নৌবাহিনীর জেটিঘাট থেকে নৌবাহিনীর তত্ত্বাবধানে এসব রোহিঙ্গাদের ভাসানচর নিয়ে যাওয়ার কথা রয়েছে।  

এর আগে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে এসব রোহিঙ্গাদের  ক্যাম্প থেকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে এনে রাখা হয়।  

কক্সবাজার অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামছু দ্দৌজা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রথম ধাপে ৮টি বাসে করে ৩৮৯ জন ও বিকেলে আরও ৫টি বাসে ১৬৩ জন রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে উখিয়া থেকে রওয়ানা দিয়েছেন।  

তিনি বলেন, এসব রোহিঙ্গাদের শুক্রবার চট্টগ্রামের নৌবাহিনীর জেটিঘাটে রাখা হবে, সেখান থেকে আগামী শনিবার নোয়াখালীর ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে। স্বেচ্ছায় যেসব রোহিঙ্গা ভাসানচর যেতে আগ্রহী শুধুমাত্র তাদের পাঠানো হচ্ছে।

এর আগে ছয় দফায় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ১৮ হাজার ৫০০ রোহিঙ্গাকে ভাসানচর আশ্রয় শিবিরে স্থানান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।