ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় মুখোশধারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
কলাপাড়ায় মুখোশধারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় অজ্ঞাতপরিচয় মুখোশধারীর ছুরিকাঘাতে মো. বশির (২৫) হাওলাদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের বেতমোড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বশির বেতমোর গ্রামের আব্দুল জব্বার হাওলাদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন বলে জানা গেছে।

নিহতের স্ত্রী শিরিন জানান, সন্ধ্যায় তিনি একা ঘরে ছিলেন। এসময় মুখোশ পরা এক দুর্বৃত্ত ঘরে প্রবেশ করেন। এর একটু পরেই বশির ঘরে প্রবেশ করেন। তখন অজ্ঞাত দুর্বৃত্ত দৌড়ে বাইরে নামেন। তার পিছু নেন বশির। তখন বশিরের বাম পাজর বরাবর ছুরি দিয়ে সজোরে আঘাত করে দুর্বৃত্ত পালিয়ে যান। পরে বশিরকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম বাংলানিউজকে জানান, নিহত বশিরের মরদেহ থানায় নেওয়া হয়েছে। হত্যার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তার বুকের বাম দিকে ও ডান হাতে ছুরির আঘাতের জখম রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।