ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত শিক্ষক নুরুল আলম

বান্দরবান: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং লালব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় বান্দরবানের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষকের নাম নুরুল আলম (৪৪)। তিনি কক্সবাজারের চকরিয়া পৌরসভা এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বিনামারা গ্রামের বাসিন্দা মোশতাক আহমদের ছেলে।  

নিহত নুরুল আলম বান্দরবান সদরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের (বিসিপিএসসি) জ্যেষ্ঠ শিক্ষক।

এদিকে তার মৃত্যুর সংবাদে প্রতিষ্ঠানটির শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস চকরিয়ার হারবাং লালব্রিজ এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা শিক্ষক নুরুল আলম ঘটনাস্থলে নিহত হন।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।