ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নতুন বছরে সহযোগিতা অব্যাহত রাখবে চীন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
নতুন বছরে সহযোগিতা অব্যাহত রাখবে চীন ...

ঢাকা: ২০২২ সালের নতুন বছরে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে চীন। একইসঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে দেশটি।

শনিবার (১ জানুয়ারি) ঢাকার চীনা দূতাবাস নববর্ষের বার্তায় এ তথ্য জানিয়েছে।

চীনা দূতাবাসের নববর্ষের বার্তায় উল্লেখ করা হয়, আমরা আশা করি, আসন্ন নতুন বছরের চ্যালেঞ্জ মোকাবেলা করে নতুন অর্জনে বাংলাদেশ ও চীন একে অন্যকে সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে।

এতে আরও বলা হয়, নতুন বছর উভয় দেশ, দুই দেশের জনগণ, বাণিজ্য ও সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে নিয়ে যাবে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা!

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
টিআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।