ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে শীতার্তদের মধ্যে বসুন্ধরা গ্রুপের কম্বল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
শিবগঞ্জে শীতার্তদের মধ্যে বসুন্ধরা গ্রুপের কম্বল শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ: দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে কালের কণ্ঠের শুভসংঘ।

শনিবার (০১ জানুয়ারি) সকাল ১১টার দিকে শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

কম্বল বিতরণ অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বজলুর রশিদ সনু, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আকবর হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।