ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে আগুনে ১২ দোকান ভস্মিভূত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
বরিশালে আগুনে ১২ দোকান ভস্মিভূত

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া বাজারে আগুন লেগে ১২টি দোকান ভস্মিভূত হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) দুপুরে এ আগুন লাগে।

জানা গেছে, ওই বাজারের উত্তর পাশের গলিতে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাজারের প্রফুল্ল বাড়ৈর মুদি দোকান, প্রফুল্ল ওঝার দর্জির দোকান, ভবরঞ্জনের ওষুধের ফার্মেসি, সমীরের স্বর্ণের দোকান, দেবাশীষের মুদি দোকান, মনমথ মিস্ত্রির ওষুধের দোকান, হরি কীর্তনীয়ার দর্জির দোকান, সঞ্জয় পাণ্ডের ডেকরেটরের দোকান, সজল বালার ইলেকট্রিক দোকান, গোবিন্দ শীলের সেলুনসহ ১২টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

আগুনের সূত্রপাত চিহ্নিত ও ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোশারফ হোসেন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।