ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাফলার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে চঞ্চল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
বাফলার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে চঞ্চল

ঢাকা: বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এন্জেলেস (বাফলার) ও ছায়াতল বাংলাদেশের উদ্যোগে শিক্ষা সামগ্রী এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর শ্যামলীর এস ও এস শিশু পল্লীর অডিটরিয়ামে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে এ শিক্ষা সামগ্রী এবং শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী শাহানাজ খুশি, আবু হেনা রনি, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলার) কার্যনির্বাহী সদস্য খান মোহাম্মদ আলী এবং ছায়াতল বাংলাদেশের মহাসচিব শাহীনুর আক্তার সোহানা।

সুবিধাবঞ্চিত শিশুদের মান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করেছে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এন্জেলেস ও ছায়াতল বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।