ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আদিবাসী পল্লীতে ঘরের আড়ায় স্বামীর মরদেহ, বিছানায় স্ত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
আদিবাসী পল্লীতে ঘরের আড়ায় স্বামীর মরদেহ, বিছানায় স্ত্রীর

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসী পল্লী থেকে অনিল মরমু (৩৮) ও তার স্ত্রী সুমি হেমরমের (৩৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ জানুয়ারি) দুপুরে
গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের চুঙ্গুরা আদিবাসী পল্লী থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

অনিল মরমু আদিবাসী পল্লীর নরেন মরমুর ছেলে।

বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত বাংলানিউজকে জানান, সকালে নিজেদের ঘরের আড়ার সঙ্গে অনিলের ঝুলন্ত মরদেহ এবং বিছানায় স্ত্রী সুমির মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে দুপুরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।