ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিয়ানমারের স্বাধীনতা দিবসে বাংলাদেশের শুভেচ্ছা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২২
মিয়ানমারের স্বাধীনতা দিবসে বাংলাদেশের শুভেচ্ছা

ঢাকা: প্রতিবেশী দেশ মিয়ানমারের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে মিয়ানমারের জনগণকে আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র হিসেবে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ জনগণ দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে আগ্রহী। একই সঙ্গে বাংলাদেশ আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের দ্রুত, স্বেচ্ছায় ও নিরাপদ প্রত্যাবসনে আমরা আগ্রহী।

প্রসঙ্গত, ২০২২ সালের নতুন বছরে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। উপহারও পাঠিয়েছেন।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
টি আর/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।