ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩১, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কনস্টেবল পদে চাকরি করা হলো না শ্বাশত রায়ের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
কনস্টেবল পদে চাকরি করা হলো না শ্বাশত রায়ের দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল

বাগেরহাট: বাগেরহাটে পিকআপভ্যানের চাপায় শাশ্বত রায় (১৯) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।  

রোববার (১৩ মার্চ) বিকেলে বাগেরহাট-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা গটে।

 

শাশ্বত রায় মোংলা উপজেলার বুড়িরডাংগা এলাকার সুখেন্দু রায়ের ছেলে। তার কাছে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক শারীরিক পরীক্ষার প্রবেশপত্র ছিল।

ধারণা করা হচ্ছে বাগেরহাট পুলিশ লাইন্সে চলমান কনস্টেবল নিয়োগের জন্য শারীরিক উচ্চতা, কাগজপত্রাদি যাচাই-বাচাই এবং প্রাথমিক শারীরিক পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আলী বলেন, বাগেরহাট-খুলনা মাহাসড়ক দিয়ে কাটাখালি যাওয়ার পথে ফকিরহাট উপজেলার নওয়াপাড়া এলাকার বালিয়ার দোকানের সামনে পৌঁছালে একটি কুকুরের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায় শাশ্বত। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মিনি পিকআপভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। সেইসঙ্গে পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।