ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

প্রতিবন্ধী নারী হত্যা: প্রেমিক যুগলের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
প্রতিবন্ধী নারী হত্যা: প্রেমিক যুগলের যাবজ্জীবন

ঢাকা: প্রায় সাত বছর আগে রাজধানীর কাফরুলে সামরিনা সুলতানা রুনা (৪০) নামে এক প্রতিবন্ধী নারীকে হত্যার অপরাধে এক প্রেমিক যুগলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৪ মার্চ) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদের এই রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দুই আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তাদের আরও দুই মাসের কারাদণ্ড দেন।

সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. শাহাবুদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার দুই আসামির মধ্যে ডলি আক্তার উচ্চ আদালত থেকে পলাতক রয়েছেন। এদিন আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অপর আসামি জুলহাসকে রায় ঘোষণার জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

২০১৫ সালের ২০ ডিসেম্বর সামরিনা সুলতানা রুনাকে কাফরুল থানাধীন দক্ষিণ ইব্রাহিমপুরের বাসায় খুন করা হয়। এ ঘটনায় পরদিন তার বড় বোন রোজিনা সুলতানা অজ্ঞাতনামা দু'জনকে আসামি করে কাফরুল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর প্রাথমিক তদন্ত করে, জুলহাস ও ডলিকে গ্রেফতার করে কাফরুল থানা পুলিশ। এরপর তারা আদালতে হত্যার দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ৪ নভেম্বর জুলহাস ও ডলিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন ডিবি পল্লবী জোনাল টিমের উপ-পরিদর্শক মফিদুল ইসলাম আকন্দ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডলির ভাই জাকিরের (১৫) বিরুদ্ধে শিশু আদালতে দোষীপত্র দাখিল করা হয়।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
কেআই/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।