ঢাকা, বুধবার, ১০ আশ্বিন ১৪৩১, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিদেশি গানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন, আলোচনার ঝড়!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
বিদেশি গানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন, আলোচনার ঝড়!

ফরিদপুর: ১৭ মার্চ বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটিকে কেন্দ্র করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

কিন্তু এর ব্যাতিক্রম ছিল ফরিদপুর সদর উপজেলার পদ্মার চর মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টিতে কুরুচিপূর্ণ ডিজে গান ও হিন্দি গানের তালে ছাত্র ছাত্রীরা নাচ গান করেন। বেশ কয়েকজন শিক্ষককেও তাদের সাথে অংশ নিতে দেখা যায়। এই রকম একাধিক ভিডিও ফেসবুকে পোস্ট হলে মুহুর্তে ভাইরাল হয়ে যায়। সাথে জেলাজুড়ে উঠে সমালোচনার ঝড়।

ফেসবুকে ভাইরাল হওয়া কয়েকটি ক্লিপে দেখা যায়, স্টেজের পিছনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবসের আলোচনা সভার ব্যানার টাঙানো। স্টেজে একক, দ্বৈত ও দলগত ভাবে নাচছেন ছাত্রীরা। সামনে নাচছেন ছাত্ররা। এসময় স্টেজের উপরে ও আশেপাশে একাধিক শিক্ষককেও দেখা যায়।  

এই বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক উকিল উদ্দিন বলেন, শিক্ষার্থীরা একটু নাচানাচি করছে, আনন্দ করছে। তাতে সমস্যা কি? জাতীয় একটি দিবসে বিদেশী গানের তালে এমন কুরুচীপূর্ণ নাচ একটি শিক্ষা প্রতিষ্ঠানে এটাকে কোন সমস্যা মনে হচ্ছে না একজন শিক্ষক হিসেবে এমন প্রশ্ন করলে তিনি আরও বলেন, ম্যানেজিং কমিটির সভাপতির অনুমতিক্রমেই সবকিছু হয়েছে।  

এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. চুন্ন মিয়া বাংলানিউজকে বলেন, আমরা অনুষ্ঠানটি দুই পর্বে ভাগ করেছি। নাচ গানের আয়োজনের ছিল দ্বিতীয় পর্ব। প্রথম অংশে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা নাচ গান করে।

ফরিদপুর কবিতা আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এই ধরনের ঘটনা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক বলে উল্লেখ করেন।

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল বলেন, আমাদের পক্ষ থেকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথভাবে প্রোগ্রামটি পালন করার জন্য নির্দেশনা দেওয়া হয়। এমনটি করা উচিত হয়নি।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।