ঢাকা, বুধবার, ১০ আশ্বিন ১৪৩১, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর জম্মবার্ষিকীতে ব্যানারে ভুল উপজেলা প্রশাসনের!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
বঙ্গবন্ধুর জম্মবার্ষিকীতে ব্যানারে ভুল উপজেলা প্রশাসনের!

শেরপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীর স্থলে ১০১ তম জন্মবার্ষিকী পালন করলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। দিবসটিতে প্রদর্শিত মূল ব্যানারে ১০১ তম জন্মবার্ষিকী লিখে অনুষ্ঠান সম্পন্ন করে তারা।

জানা গেছে, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন। ১৯২০ সালের আজকের দিনে তিনি টুঙ্গিপাড়ায় জন্মগ্রহন করেন। এ দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।  

যথাযোগ্য মর্যাদায় সারা দেশের ন্যায় নালিতাবাড়ীতেও সরকারি-বেসরকারী ও দলীয় ভাবে দিনটি পালন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে ‘মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী’ মেলায় আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম।  

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন, সহসভাপতি আবদুস সবুর, সাধারণ সম্পাদক মো.ফজলুল হক, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহামেদ বাদল প্রমুখ্। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ব্যানারে করা ভুলের নালিতাবাড়ী পৌরসভার মেয়র ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বাংলানিউজকে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। দায়িত্বশীল একটি সরকারি অফিস যদি এ ধরণের ভুল করেন এটা মেনে নেয়া যায়না।  

এই ব্যাপারে বিস্তারিত জানতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হেলেনা পারভীন এর মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যাওয়ার পরই বিষয়টি আমার নজরে আসে। তাৎক্ষনিক ইউএনওকে জানাই। তিনি বলেন জেলায় যে ভাবে ব্যানার হয়েছে আমরা সে ভাবেই করেছি।  

বাংলাদেশ সময়: ২৩০৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।