ঢাকা, বুধবার, ১০ আশ্বিন ১৪৩১, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন আইনমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন আইনমন্ত্রী

ঢাকা: সুইজারল্যান্ডের জেনেভায় চলমান ১১০তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন (আইএলসি) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডির ৩৪৪তম সভায় যোগদানের উদ্দেশ্যে বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে ঢাকা ত্যাগ করছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।  
 
তিনি শুক্রবার (১৮ মার্চ) দুপুরে জেনেভা পৌঁছবেন।

সভায় তিনি বাংলাদেশে শ্রমিক অধিকার সুরক্ষায় বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরবেন।  

গত ১৪ মার্চ শুরু হওয়া আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডির ৩৪৪তম সভা চলবে ২৬ মার্চ পর্যন্ত।
সম্মেলনে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ও শ্রম সচিব মো. ইহছানে এলাহীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি রয়েছেন।  

আগামী ২৯ মার্চ আইনমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম।

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
এমআইএইচ/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।