ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

ফেনীতে স্টার লাইন ফুড কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
ফেনীতে স্টার লাইন ফুড কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

 ফেনী: ফেনীতে স্টার লাইন ফুড প্রোডাক্টসের কারখানায় আগুন লেগেছে। শুক্রবার (২৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে ওই কারখানায় এ আগুন লাগে।

সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফেনী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।  

স্টার লাইন ফুড প্রোডাক্টসের পরিচালক মাইন উদ্দিন বলেন, শুধু জানি আগুন লেগেছে। কীভাবে লেগেছে তা এখনও কিছুই জানি না।

তিনি জানান, ওই কারখানায় সেমাই, বিস্কুট, নুডুলস, কেক, চানাচুর, পাউরুটিসহ নানা রকম খাদ্যপণ্য তৈরি হয়। প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করেন।  

কারখানার শ্রমিক আব্দুল মোমেন বলেন, আমাদের ভাগ্য খুব খারাপ, সামনে রোজার ঈদ আসছে, মালিক টাকা রোজগার করতে না পারলে আমাদের কীভাবে দেবে? এখন আমরা দুশ্চিন্তায় আছি।

সেমাই শ্রমিক নুরুল আফসার জানান, সেমাইয়ের কাজে প্রায় ৫০০ শ্রমিক কাজ করেন। রমজান মাস উপলক্ষে অনেক কাজ চলছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে।

এদিকে আগুন লাগার খবরে ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।