ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

৯১ লাখ টাকায় ১০ ঘোড়া কিনল পুলিশ

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
৯১ লাখ টাকায় ১০ ঘোড়া কিনল পুলিশ ১ লাখ ৬ হাজার ডলারে ১০ ঘোড়া কিনল পুলিশ

বেনাপোল (যশোর): ভারত থেকে উন্নত মানের ১০ টি রেসের ঘোড়া আমদানি করেছে বাংলাদেশ পুলিশ।  ঘোড়াগুলোর আমদানি মূল্য ১ লাখ ৬ হাজার মার্কিন ডলার।

যা বাংলাদেশি টাকায় প্রায় ৯১ লাখ ৩৫ হাজার।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ৩ টার সময় পেট্রাপোল থেকে ভারতীয় হর্স অ্যাম্বুলেন্স ট্রাকে করে এ ঘোড়াগুলো বেনাপোল বন্দরে এসে পৌঁছায়।

জানা যায়, এ ঘোড়াগুলো কেনা হয়েছে বাংলাদেশ পুলিশের জন্য। ঘোড়াগুলো ও তার আনুষাঙ্গিক জিনিসপত্র ভারতের রপ্তানিকারক বিধাতা সাপ্লায়ারের কাছ থেকে কেনা হয়েছে। এ ঘোড়াগুলো ছাড়াতে বেনাপোল কাস্টম হাউজে মেসার্স মাধ্যম নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে।

মেসার্স মাধ্যম সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধি সত্তাধিকারি সাজেদুর রহমান জানান, ভারতের রাজস্থান থেকে ১০ টি রেসের ঘোড়া কিনেছে বাংলাদেশ পুলিশ। রাতের মধ্যেই ঘোড়াগুলো খালাশ করা হবে। বেনাপোল বন্দর ছেড়ে ঘোড়াগুলো বুধবার সকাল নাগাদ ঢাকা রাজারবাগ পুলিশ লাইনসে পৌঁছাবে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন,  ঘোড়াগুলো বেনাপোল বন্দরে আসার পরে দ্রুত খালাশ করানোর জন্য সব ধরনের সহযোগিতা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।