ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

সদাই নিয়ে বাড়ি ফেরা হলো না হুমায়ূনের!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২২
সদাই নিয়ে বাড়ি ফেরা হলো না হুমায়ূনের!

চাঁপাইনবাবগঞ্জ: ব্যাগভর্তি সদাই নিয়ে বাড়ি ফেরার কথা ছিল চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ পৌরসভার কারবালা এলাকার বাসিন্দা মো. হুমায়ূনের (৫০)। কিন্তু ঘাতক ট্রাকের ডালা চাপায় প্রাণ গেল তার।

বাড়িতে ফিরতে হলো তাকে লাশ হয়ে!

সোমবার (৪ এপ্রিল) সকালে পৌর এলাকার লাগাদপাড়া জাহিদুল কমিশনারের গোডাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

এদিন বিকেলে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের হোসেন বাংলানিউজকে জানান, পৌর এলাকার লাগাদপাড়া জাহিদুল কমিশনারের গোডাউনের সামনে একটি ট্রাকের মালামাল আনলোড করা হচ্ছিলো। এ সময় ওই ট্রাকের পাশ দিয়ে বাজার যাচ্ছিলেন হুমায়ূন। অসাবধানতাবশত হেলপার ট্রাকের ডালা খুলছিলেন। সেটি হুমায়ুনের মাথার ওপর পড়ে। এতে তার মাথা ফেটে যায়। তিনি গুরুতর আহত হন। ট্রাকের শ্রমিকরা আহত হুমায়ুনকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। কিন্তু কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান তিনি।

ওসি আরও জানান, এ ঘটনায় থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।