ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছেলের মারধরে বাবার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
ছেলের মারধরে বাবার মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে ছেলের লাঠির আঘাতে হাতে চান্দে আলী (৭০) নামে এক বৃদ্ধ বাবা নিহত হয়েছেন।  

রোববার (১০ এপ্রিল) বিকেলে মোরেলগঞ্জ উপজেলার উত্তরফুলহাতা গ্রামে পারিবারিক কলহের জেরে এ মারধরের ঘটনা ঘটে।

এসময় ছেলের লাঠির আগঘাতে বৃদ্ধ চান্দে আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় এলাকাবাসীর সহয়তায় নিহতের ছেলে হিরণ মৃধাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বাংলানিউজকে বলেন, ছেলের মারধরে বৃদ্ধ বাবা নিহতের ঘটনায় স্থানীয়দের সহায়তায় আমরা মারধরকারী ছেলেকে গ্রেফতার করেছি। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া এবং মামলার প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, পারিবারিক কলহের জেরে দুপুরে চান্দেআলী তার স্ত্রী খাদিজা বেগমকে মারধরে করে। ঘরে ফিরে মাকে মারধরের ঘটনা শুনে চান্দেআলীর ছেলে হিরণ লাঠি দিয়ে তার বাবাকে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে মোংলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।