ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝুঁকিপূর্ণ সেতুর সংস্কার নেই

মুশফিক সৌরভ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
ঝুঁকিপূর্ণ সেতুর সংস্কার নেই

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় একটি সেতুর রেলিং ভেঙে যাওয়ায় বেহাল দশার কারণে ভোগান্তিতে পড়েছেন কয়েকটি গ্রামের মানুষ।

বছ‌রের পর বছর পেরিয়ে গেলেও জরাজীর্ণ সেতু‌টির সংস্কারের উদ্যোগে নেওয়া হয়নি কখনও।

প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই জরাজীর্ণ সেতুটি দিয়ে পার হচ্ছেন।

সেতু দিয়ে লোকজন চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনারও শিকার হচ্ছেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের পশ্চিম শরীফাবাদ গ্রামের হযরত শেখ আরিফ শরীফ (রহঃ) নুরানী মাদরাসা সংলগ্ন খালের ওপর বিশ বছর আগে এই সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি নির্মাণের ৫-৬ বছর পর থেকেই সেতুর ওপরের বিভিন্ন স্থানের রেলিং ভেঙে রড বের হয়ে গেছে। এছাড়া বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে।  

এই কারণে ওই সেতু দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না। মোটরসাইকেল, ভ্যান চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে যাত্রী ও পথচারীরা।

ফ‌লে সীমাহীন দুর্ভোগে পড়েছেন আশপাশের দত্তেরাবাদ, শরীফাবাদসহ কয়েক গ্রামের মাদরাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বিকল্প কোনো যাতায়াত পথ না থাকায়, মরণফাঁদ জেনেও পার হচ্ছেন গ্রামবাসীসহ শিশু-বৃদ্ধরা।  

স্থানীয় বা‌সিন্দা আদম আলী সিকদার জানান, কৃষি মৌসুমে কয়েক শত একর জমির ফসল আনা-নেওয়া করা হয় এই ভাঙা সেতুটির উপর দিয়ে। ফলে ভোগান্তিতে পরেন তারা।

দত্তেরাবাদ গ্রামের বাসিন্দা মোশারেফ হাওলাদার বলেন, প্রায় বিশ বছর আগে নির্মিত এই সেতুটির ঢালাই ধসে গিয়ে রড বের হয়ে গেলেও সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।  

ওই গ্রামের আব্দুল রব ও হুমায়ন সিকদার জানান, সেতুটিতে মানুষ উঠলে কাঁপতে থাকে। অথচ সেতুটি মেরামতের জন্য সংশ্লিষ্ট দফতরের কোনো মাথা ব্যথা নেই। কয়েক বছর যাবত শুনি সেতুটি মেরামত করা হবে, কিন্তু মেরামত কবে হবে তা কেউই বলতে পারে না।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার বলেন, গুরুত্বপূর্ণ এই সেতুটির অবস্থা খুবই বেহাল। সেতুটি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।