ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাসিরনগরে ঝড়ে ভেঙেছে শতাধিক কাঁচা ঘরবাড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
নাসিরনগরে ঝড়ে ভেঙেছে শতাধিক কাঁচা ঘরবাড়ি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঝড়ে শতাধিক কাঁচা ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে।  

সোমবার (১১ এপ্রিল) ভোরে উপজেলার দু’টি ইউনিয়নের ছয়টি গ্রামে প্রায় শতাধিক গাছপালা ও কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

এতে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হলো ভলাকুট ইউনিয়নের বালিয়াখলা, কুটুই, খাগালিয়া, পূর্বভাগ ইউনিয়নের ভূবন, শ্যামপুর ও ভেলুয়া।

খবর পেয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত, ইউএনও) মেহেদী হাসান খান শাওন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, ঝড়ে দু’টি ইউনিয়নের প্রায় শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির সঙ্গে শিলা পড়ায় নষ্ট হয়েছে কিছু ফসল। জেলা প্রশাসনের পক্ষ থেকে তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা করা হবে।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।