মাগুরা: মাগুরায় নিত্যপণ্যের দাম দফায় দফায় বৃদ্ধি, চাল-ডাল তেলসহ নিত্যপণ্যের দাম কমানোসহ সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ ওপ্রতিবাদ সমাবেশ করেছে গণকমিটি।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে তারা।
এতে বক্তব্য রাখেন গণকমিটির আহ্বায়াক কাজী নজরুল ইসলাম ফিরোজ, সিপিবির মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক এটি এম আনিসুর রহমান, প্রকৌশলী শম্পা বসু প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা তিনটি দাবি তুলে ধরেন। এগুলো হচ্ছে- দফায় দফায় গ্যাসের দাম বাড়ানো যাবে না, চাল ডাল তেলসহ নিত্যপণ্যের দাম কামাতে হবে এবং সড়কে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০২২
এমএমজেড