ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

মাগুরা: মাগুরায় নিত্যপণ্যের  দাম দফায় দফায়  বৃদ্ধি, চাল-ডাল তেলসহ নিত্যপণ্যের দাম কমানোসহ সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ ওপ্রতিবাদ সমাবেশ করেছে গণকমিটি।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

এতে বক্তব্য রাখেন গণকমিটির আহ্বায়াক কাজী নজরুল ইসলাম ফিরোজ, সিপিবির মাগুরা জেলা শাখার সাধারণ  সম্পাদক এটি এম আনিসুর রহমান, প্রকৌশলী শম্পা বসু প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা তিনটি দাবি তুলে ধরেন। এগুলো হচ্ছে- দফায় দফায় গ্যাসের দাম বাড়ানো যাবে না, চাল ডাল তেলসহ নিত্যপণ্যের দাম কামাতে হবে এবং সড়কে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।