ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৩ জনের মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই একই পরিবারের।

সোমবার (১১ এপ্রিল) দুপর দেড়টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাহমিনা (২১), তার দেড় বছরের ছেলে তাওহিদ ও শ্বশুর আইবুল (৬০)।

রেলওয়ে পুলিশের আইসি মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আইবুল তার পুত্রবধূ তাহমিনা ও নাতি তাওহিদকে নিয়ে হাতিয়া থেকে অটোরিকশা যোগে নিজ বাড়ি ঘাটাইলে ফিরছিলেন। এ সময় অটোরিকশাটি হাতিয়া রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে। এতে ঘটনাস্থলে আইবুল ও তাওহিদের মৃত্যু হয়। আর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাহমিনার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০২২
এমএমজেড/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।