ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাঁশ কাটতে গিয়ে ঝাড় থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
বাঁশ কাটতে গিয়ে ঝাড় থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে বাঁশ কাটতে গিয়ে ঝাড় থেকে পড়ে গিয়ে ঠান্ডু মণ্ডল (৭২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

সোমবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার দশসিকা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ঠান্ডু মণ্ডল ওই গ্রামের মৃত মফিজ উদ্দিন মণ্ডলের ছেলে।  

কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) সখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, ওই বৃদ্ধ ঠাণ্ডু মণ্ডল দিনমজুরের কাজ করতেন। তিনি দুপুরে একই গ্রামের খলিলুর রহমানের বাঁশ ঝাড়ে ওঠে বাঁশ কাটছিলেন। হঠাৎ ঝাড় থেকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।  

খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতের সুরুতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। কোনো অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।