ঢাকা: ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।
সোমবার (১১ এপ্রিল) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভায় তিনি এ কথা বলেন।
মন্নুজান সুফিয়ান বলেন, এরই মধ্যে মার্চ মাসের বেতন দেওয়া শুরু হয়েছে দেশের তৈরি পোশাক কারখানায়। ঈদুল ফিতরের ছুটির আগেই পোশাকসহ প্রতিটি কারখানায় শ্রমিকদের বোনাস দিতে হবে। একই সঙ্গে চলতি কারখানা ঈদের বন্ধের আগেই এপ্রিল মাসের ১৫ দিনের বেতনসহ বকেয়া পরিশোধ করতে হবে। জরুরি রপ্তানি থাকলে সেক্ষেত্রে কারখানা খোলা রাখতে পারবেন। এটা হবে রাষ্ট্রের স্বার্থে, অর্থনীতির স্বার্থে।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, চাঁদ দেখা সাপেক্ষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আগামী ২ বা ৩ মে উদযাপিত হবে। এ ঈদকে সামনে রেখে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে কারখানা মালিকরাও বন্ধ ঘোষণা করবেন। সরকারি ছুটির আগেই বোনাস, মার্চ মাসের বেতন, অনান্য বকেয়া এবং চলতি মাসের ১৫ দিনের বেতন দিতে হবে। তবে ঠিক কত তারিখ বা কয় রমজানের মধ্যে বেতন-বোনাস বা চলতি এপ্রিলের ১৫ দিনের বেতন দিতে হবে সেটা উল্লেখ করেননি প্রতিমন্ত্রী।
সভায় আরও উপস্থিত ছিলেন শ্রম মন্ত্রণালয়ের সচিব এহসান-ই-এলাহী, শ্রম অধিদফতরের মহাপরিচালক খালেদ মাহমুদ, বিজিএমইএ'র সহ-সভাপতি নাসির হোসেন, বিকেএমইএ'র প্রতিনিধি ফারজানা শামীমা, শ্রমিক নেতা সুলতান আহমেদ, ফিরোজ হোসাইন, নাজমা আক্তার, নয়মুর হাসান জুয়েল, সড়ক-মহাসড়ক বিভাগের প্রতিনিধি সুলতানা নাসরিন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ প্রতিনিধিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
আরকেআর/এমএমজেড