ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরবনের অভয়াশ্রমে মাছ ধরায় ৭ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
সুন্দরবনের অভয়াশ্রমে মাছ ধরায় ৭ জেলে আটক

সাতক্ষীরা: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়াশ্রম ঘোষিত বালিঝাঁকি খালে মাছ ধরার সময় সাত জেলেকে আটক করেছে বনবিভাগ।

সোমবার (১১ এপ্রিল) সকালে ফরেস্ট গার্ড (এফজি) আবু বকর সিদ্দিকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় অভিযানকারী দলের উপস্থিতি বুঝতে পেরে আরও কয়েকজন জেলে মালামাল ফেলে গহীন সুন্দরবনে পালিয়ে যায়।

আটক জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের মোজাম সরদারের ছেলে মনিরুল ইসলাম, মিজানুর মোড়লের ছেলে মাসুদ রানা, চাঁদনিমুখা গ্রামের মৃত মোহরম সরদারের ছেলে খলিল সরদার, চন্ডিপুর গ্রামের মৃত কোফিল গাজীর ছেলে হাবিবুর গাজী, সামছুর শেখের ছেলে রবিউল শেখ, ওয়াজেদ আলী গাজীর ছেলে আবুল বাশার এবং হাবিবুর রহমানের ছেলে আ. খালেক।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান বলেন, অভয়াশ্রমের ভেতর মাছ ধরা নিষিদ্ধ। নিষেধাজ্ঞা সত্ত্বেও মাছ ধরার অপরাধে জেলেদের আটক করা হয়। এসময় জেলেদের কাছ থেকে লক্ষাধিক টাকা মূল্যের দুইটি জাল ও দুইটি নৌকাসহ মাছ ধরার সামগ্রী জব্দ করা হয়। আটক জেলেদের বন আইনে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এসিএফ।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।