ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

ছাত্রীনিবাসে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
ছাত্রীনিবাসে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ

রাজশাহী: রাজশাহী মহানগরের হোসেনীগঞ্জ এলাকার একটি ছাত্রানিবাস থেকে সুরাইয়া খাতুন (১৬) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে ছাত্রীনিবাসের সিলিং ফ্যানে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত সুরাইয়া খাতুনের গ্রামের বাড়ি নওগাঁর নিয়ামতপুরে। এসএসসি পাসের পর নার্সিং কলেজে ভর্তি হতে রাজশাহী এসেছিল বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, নার্সিং কলেজে ভর্তির জন্য সুরাইয়া এই ছাত্রনিবাসে উঠেছিল। এখানে থেকেই সে ভর্তি কোচিং করতো। শনিবার দুপুরে ওই ছাত্রীনিবাস থেকে থানায় খবর দিয়ে জানানো হয়, ঘরের সিলিং ফ্যানের মধ্যে সুরাইয়ার মরদেহ ঝুলছে। পরে পুলিশ গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পায়।

এ সময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে দরজা ভাঙে। এরপর সুরাইয়ার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।

বোয়ালিয়া থানার ওসি আরও জানান, মরদেহ উদ্ধারের পর তার সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এতে আলামত দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে সুরাইয়া আত্মহত্যাই করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্টে অন্যকিছু পাওয়া গেলে সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে। আপাতত অপমৃত্যুর মামলা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।