ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

জাতীয়

শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আরেকটি শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আরেকটি শিশুর

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে একটি শিশুকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে আরেকটি শিশু।  

বৃস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা গ্রামে দুই শিশুর মরদেহ উদ্ধার করে বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

 

মৃতরা হলেন- খাগড়াখানা এলাকার দিনমজুর মো. শহিদ হাওলাদের মেয়ে রাফিজা আক্তার (৭) ও একই এলাকার সোহেলের ছেলে আল আমিন (৬)।  

নাচন মহল ইউনিয়নের গোবিন্দপুর এলাকার ইউপি সদস্য জামাল হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে খাগড়াখানা বিলাম হাসপাতালের সামনের খালে পানিতে পড়ে দুই শিশু নিখোঁজ হন। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পেয়ে নলছিটি ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি সদস্যদের খবর দেন। তারা এসে প্রায় দেড় ঘণ্টার খোঁজার পর বিকেলে দুই শিশুর মরাদেহ উদ্ধার করে।

বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরি লিডার হুমায়ুন কবির জানান,আমরা অভিযান চালিয়ে শিশু দুটিকে উদ্ধার করেছি। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমাদের নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাইনি।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।