ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

তালায় জমি নিয়ে সংঘর্ষে আহত ৪, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
তালায় জমি নিয়ে সংঘর্ষে আহত ৪, আটক ৩

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ এপ্রিল) সকালে উপজেলার খলিষখালী ইউনিয়নের মঙ্গলানন্দকাটি বিল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।  

আহতরা হলেন, মঙ্গলানন্দকাটি গ্রামের সিরাজুল দফাদার (৫৪), তার স্ত্রী রেহেনা বেগম (৪৫), ছেলে হাসানুর দফাদার (২৪) ও কালাম দফাদার (৪২)।

এছাড়া সংঘর্ষের ঘটনায় আটকরা হলেন- ওই এলাকার মিজানুর সরদার (৫০), সাজ্জাত দফাদার (৫৫) ও বারিক দফাদার (৪২)।

স্থানীয়রা জানান, খলিষখালী মৌজার মঙ্গলানন্দকাটি বিলে তিন একর জমি নিয়ে গোবিন্দ লাল ঘোষের সঙ্গে মঙ্গলানন্দকাটি গ্রামের কালাম দফাদার, বারিক দফাদার ও কাদের দফাদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এ নিয়ে ইতোপূর্বেও একাধিকবার সংঘর্ষে ঘটনা, মামলা ও হামলা হয়েছে। শুক্রবার সকালে গোবিন্দ ঘোষের বর্গাচাষী আক্তার শেখ, মিজানুর সরদার, সিরাজুল দফাদার, আবু সাইদ ও হাসানুর দফাদার ওই জমিতে চাষকৃত ধান কাটতে গেলে একই এলাকার কালাম দফাদার ও তার সহযোগীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে সিরাজুল দফাদার, তার স্ত্রী রেহেনা বেগম, ছেলে হাসানুর দফাদার এবং কালাম দফাদার আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে আহতের উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসাপাতালে পাঠিয়েছে।

এ ঘটনায় পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বাংলানিউজকে জানান, ঘটনাটি শোনামাত্র পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া প্রাথমিক জিজ্ঞাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও কেউ লিখিত আভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।