ঢাকা, রবিবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৭ জুলাই ২০২৪, ২৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

বাস-অটোরিকশা সংঘর্ষ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অটোরিকশাচালক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অটোরিকশাচালক

সিলেট: সিলেটে টাউন বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন দুদু মিয়া নামে এক অটোরিকশাচালক। তাকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা।



বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু সড়কে ছালিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত অটেরিকশাচালক দুদু মিয়া সিলেট সদর উপজেলার ছালিয়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু সড়কের ছালিয়া মেসার্স মদিনা সিএনজি ফিলিং স্টেশনের সামনে নগর এক্সপ্রেস যাত্রীবাহী বাস একটি সিএনজি অটোরিকশাকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন অটোরিকশাচালক দুদু মিয়া। স্থানীয়রা তাকে মৃত ভেবে রাস্তায় ফেলে রাখেন।

খবর পেয়ে এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশের টহল দলের সদস্যরাও তাকে মৃত ভেবে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় চালক দুদু মিয়া বেঁচে আছেন। পরে তাকে হাসপাতালের তিনতলার ১১ নম্বর সার্জারি ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়।

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রত্যক্ষদর্শীরাও মনে করেছিলেন চালক আর বেঁচে নেই। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় বেঁচে আছেন। তবে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, চিকিৎসাও চলছে। এছাড়া দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।