ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

ব্রাসিলিয়ার বাংলাদেশ দূতাবাসে ঈদ উদযাপন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, মে ৩, ২০২২
ব্রাসিলিয়ার বাংলাদেশ দূতাবাসে ঈদ উদযাপন

ঢাকা: ব্রাসিলিয়ার বাংলাদেশ দূতাবাসে কূটনীতিক, ব্রাজিলীয় মুসলিম এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যদের সঙ্গে নিয়ে আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।  

মঙ্গলবার (৩ মে) ব্রাজিলের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

দূতাবাস প্রাঙ্গণে ঈদের জামাতের মধ্য দিয়ে এ উদযাপনের সূচনা হয়। রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা ঈদ জামাতে যোগদান করেন। ঈদের জামাতের খুতবার পর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।

এরপর বঙ্গবন্ধু, ১৫ আগস্টে নির্মম হত্যাকাণ্ডে নিহত বঙ্গবন্ধু পরিবারের সব শহীদ ও মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সবার আত্মার মাগফেরাত এবং বাংলাদেশের ক্রমঅগ্রসরমান আর্থ-সামাজিক উন্নয়নের অব্যাহত অগ্রযাত্রা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়া ঈদের জামাতে নারীদের জন্য পৃথক নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়।
 
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, মে ০৩, ২০২২
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।