ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঢাকায় ঈদের জামাত শেষে এলো বৃষ্টি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, মে ৩, ২০২২
ঢাকায় ঈদের জামাত শেষে এলো বৃষ্টি

ঢাকা: ঈদের দিন বৃষ্টির আশঙ্কার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তবে সেই বৃষ্টি ঈদের জামাতের শেষে এসেছে।

এতে কিছুটা ভোগান্তি হলেও স্বস্তি মিলেছে।

এবার ঈদের প্রধান জামাত হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। বৃষ্টির কথা মাথায় রেখে সেভাবেই নামাজের প্রস্তুতি নেওয়া হয়েছিল। আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সকালেই ঈদের প্রধান জামাত হওয়ায় তার আর প্রয়োজন হয়নি।

অন্যদিকে, বায়তুল মোকাররমে নির্ধারিত পাঁচটি জামাত ছিল। জামাতগুলো যথাক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে নির্ধারণ করা হয়েছিল।  

ঈদের এদিনে ঢাকার আকাশ সকাল থেকেই মেঘলা ছিল। সকাল ৯টা ২০ মিনিটের দিকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। এতে ঈদের নামাজের জামাত শেষে মানুষ কিছুটা সমস্যার মধ্যে পড়েন। তবে অধিকাংশ স্থানে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে জামাত শেষ হয়ে যাওয়ায় ভোগান্তির মাত্রা বেশি ছিল না।

এ বছর ৩০ রমজান পূর্ণ হয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে মঙ্গলবার (০৩ মে)।  

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, কালবৈশাখী মৌসুম হওয়ায় ঈদের দিন সারাদেশেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সকালে ঢাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি এবং বিকেলে বেশি বৃষ্টিপাত হতে পারে।

অন্যদিকে, আগামী দু-তিন দিন সারাদেশে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, মে ০৩, ২০২২
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।