ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

ধান কেটে না দেওয়ায় শ্রমিককে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, মে ৫, ২০২২
ধান কেটে না দেওয়ায় শ্রমিককে গলা কেটে হত্যা

নেত্রকোনা: নেত্রকোনার মদন উপজেলায় ধান কেটে না দেওয়ায় খাইরুল ইসলাম (২৯) নামে এক শ্রমিককে কাস্তে দিয়ে গলা কেটে হত্যা  করা হয়েছে।

খাইরুল ইসলাম উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামের আব্দুল ছালেকের ছেলে।

তিনি ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। এছাড়া স্থানীয় একটি মসজিদে ইমামতিও করতেন তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাখনা গ্রামের এখলাছ ও এলাই মিয়া দুই ভাই। তাদের মধ্যে এখলাছ মিয়া তার বোনের কাছ থেকে জমি কিনে নিজের ৪০ শতাংশ জমি বিক্রি করে দেন প্রতিবেশী দুই চাচাতো ভাই দুলাল মিয়া ও হক মিয়ার কাছে। ওই জমিতে দুলাল ও হক মিয়া আবাদ করলে এলাই মিয়া জমির অর্ধেক অংশ নিজের দাবি করে বাধা দেন ধান কাটতে।

দুলাল ও হক মিয়া খাইরুলের বাড়িতে গিয়ে তাদের জমির ধান কেটে দিতে বলেন। কিন্তু খাইরুল বিরোধপূর্ণ জমির ধান কাটবেন না বলে জানিয়ে দেন।  

এদিকে বৃহস্পতিবার সকালে হক মিয়ার শ্যালক লিয়াকত ও লিয়াকতের ছেলে শফিকুল মাঠে গিয়ে দেখেন খাইরুল অন্যজনের জমির ধান কাটছেন। তাদের ধান না কেটে অন্যের ধান কাটায় খাইরুলের সঙ্গে এসময় ঝগড়া বাধিয়ে দেন তারা। একপর্যায়ে তারা হাতে থাকা কাস্তে দিয়ে খাইরুলের গলায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দ্রুত অন্য শ্রমিকরা খাইরুলকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, মে ৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।