ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

বগুড়ায় ঘাতক বাস কেড়ে নিল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, মে ১৩, ২০২২
বগুড়ায় ঘাতক বাস কেড়ে নিল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ ছবি প্রতীকী

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। শুক্রবার (১৩ মে) সকালে উপজেলার সীমাবাড়ী-রানীরহাট আঞ্চলিক সড়কের জামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের নওশের আলীর ছেলে ফজর আলী খাজা (৪২) এবং সুঘাট ইউনিয়নের সুঘাট মধ্যভাগ গ্রামের শরাফত আলীর ছেলে বেলাল হোসেন (৫২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১২ মে) ভোরে ফজর আলী চান্দাইকোনা বাজার থেকে ভবানীপুরে গ্রামের বাড়ি যাওয়ার জন্য বেলাল হোসেনের মোটরসাইকেল ভাড়া নেন। এরপর তারা দুইজন মোটরসাইকেলে রওয়ানা হন। পথিমধ্যে ওই আঞ্চলিক সড়কটির জামনগর নামকস্থানে পৌঁছালে যাত্রীবাহী একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু পুলিশ যাওয়ার আগেই নিহতদের মরদেহ তাদের স্বজনরা নিয়ে যায়। তবে ঘাতক অজ্ঞাত পরিবহনকে শনাক্ত করে চালক ও তার সহকারীকে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মে ১৩, ২০২২
কেইউএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।