ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

বগুড়ায় ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, মে ২৮, ২০২২
বগুড়ায় ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় ডোবার পানিতে পড়ে আব্দুল্লাহ হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ মে) দুপুরে উপজেলার ভাটরা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আব্দুল্লাহ ওই গ্রামের ভ্যানচালক আলমগীর হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে আব্দুল্লাহর বাবা খাবার খেয়ে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। ওই সময় ঘরে কাজ করছিলেন আব্দুল্লাহর মা এবং আব্দুল্লাহ বাড়ির আঙ্গিনায় খেলছিল। খেলার একপর্যায়ে বাড়ির পাশের ডোবাতে পড়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুস সালাম জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মে ২৮, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।